পাঁচ গ্রাম ঐক্য পরিষদের আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মাসুক এর বিশাল নির্বাচনী সভা ও মিলাদ মাহফিল

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ পাঁচ গ্রাম ঐক্য পরিষদের আয়োজনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ
চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মাসুক এর বিশাল নির্বাচনী সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৭ এপ্রিল ) সন্ধা পর থেকে রাত ১০ টায় পর্যন্ত উপজেলা পৌর শহরে দাউদনগর আতাউর রহমান
মাসুক এর মাঠ প্রাঙ্গনে পাঁচ গ্রাম ঐক্য পরিষদের আয়োজনে দলমত নির্বিশেষে বিভিন্ন গ্রাম থেকে হাজারো
উর্ধে বিভিন্ন পেশার পুরুষ – নারী ও যুবক সমাগম হয় । উক্ত নির্বাচনী সভা অনুষ্ঠানে পাঁচ গ্রাম ঐক্য
পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুরুব্বি লুৎফুর রহমান জিতু মিয়া সভাপতিত্বে এবং অত্র পাঁচ গ্রাম
ঐক্য পরিষদের যুবক ইমদাদুল ইসলাম শীতল , কামাল আহমেদ পন্ডিতের যৌথ পরিচালনায় আসন্ন দ্বাদশ
জাতীয় নির্বাচন পর পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন তৃতীয় ধাপে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ
নির্বাচনে পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মাসুককে নির্বাচনী
বিজয়ের লক্ষ্য আলোচনা সভায় বক্তব্য রাখেন দাউদ নগর বাজার জামে মসজিদের সেক্রেটারি অবসরপ্রাপ্ত
স্যানেটরী ইন্সপেক্টর মোঃ আব্দুর রহমান চৌধুরী, পাঁচ গ্রাম ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ
আব্দুল হাই , পৌর সভা প্যানেল মেয়র মোঃ জালাল উদ্দিন মোহন , কাউন্সিলর মোঃ আব্দুল গফুর , সাবেক
কাউন্সিলর শাহ এমরান , সাবেক মেম্বার নজরুল ইসলাম হিরা মিয়া , প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ
আজিজুর রহমান সয়ফুর, রেলওয়ে ইলেকট্রিশিয়ান অবসরপ্রাপ্ত মোঃ আনোয়ার আলী , লেঞ্জাপাড়া গ্রামের
ফয়জুল ইসলাম মামুন , মোঃ তাজুল ইসলাম , কাউন্সিলর মাসুক মিয়া , মোঃ ইউসুফ মিয়া , পূর্ব বাগুনীপাড়া
গ্রামের মাওলানা মোঃ নাসির উদ্দিন , শাহ সোহেল , ডাঃ ইছন মিয়া , সুদিয়াখলা গ্রামের মোঃ তৈয়ব আলী ,
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মেঃ হিরা মিয়া , কাঠমিস্ত্রী মোঃ তৈয়ব আলী ঝাড়ু মিয়া , ট্রাক শ্রমিক ইউনিয়ন
সভাপতি সফিকুল ইসলাম সফিক , অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল হাই , মুক্তার মিয়া , চরনুর আহম্মদ
গ্রামের মোঃ মুরুব্বি এরশাদ আলী , ড্রাইভার মোঃ মামুন মিয়া, খোকন মিয়া চৌধুরী , শেখ সমুজ আলী , তারেক

আহমেদ নিরব, বাল্লা রেল গেইট এলাকার মোঃ ইকবাল মিয়া , আলাপুর গ্রামের মোঃ মকবুল হোসেন , সফিক মিয়া
, রেলওয়ে পার্কিং মাইক্রোবাস সমিতির নেতা মোঃ জুনেদ মিয়া প্রমূখ । সভায় বক্তারা বলেন , আমরা উপজেলা
পৌর সভা সহ বিভিন্ন ইউনিয়ন উন্নয়নসহ অনেক কিছু সুবিধা থেকে দূরে রয়েছি । আমরা যাকে ভোট দিয়ে
নির্বাচিত করেছি তারা আমাদের এলাকা উন্নয়ন ও অনেক সুযোগ সুবিধা থেকে দূরে রেখেছে । নির্বাচন আসলে
আমাদেরকে অনেক ওয়াদা দিয়ে গিয়ে ভূলে যায় কিন্তু তাদের কাছে গেলে বিভিন্ন ধামাচাপা দিয়ে দূরে পাঠিয়ে দেয় ।
আমরা পাঁচ বছর উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করেছি কিন্তু পৌরসভা জনগণের ভোট লাগবে না। তাদের কিছু
বাহিনী রয়েছে ভোট দিয়ে নির্বাচিত করবে । আমরা পাঁচ গ্রাম ঐক্য পরিষদে পক্ষ থেকে আতাউর রহমান
মাসুককে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং দলমত নির্বিশেষে পাঁচ গ্রাম ঐক্য হয়ে ভোট
দিবো । আমরা বিভিন্ন জায়গায় অপমান হয়েছি কিন্তু এবার শায়েস্তাগঞ্জ উপজেলায় আতাউর রহমান মাসুককে
নির্বাচিত করতে চাই । আতাউর রহমান মাসুক সারাজীবন বহু চেয়ারম্যান পেছনে সেবা করেছে বিনা স্বার্থে ।
এছাড়া শায়েস্তাগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানে ন্যায় বিচার করে দিয়েছে । হতদরিদ্র পরিবারের বিভিন্ন দিক
দিয়ে সেবা করেছে । এবার আতাউর রহমান মাসুক পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি । এবার আমরা আতাউর
রহমান মাসুককে দলমত নির্বিশেষে ভোট দিতে চাই উপজেলাবাসী । এদিকে আতাউর রহমান মাসুক বলেন , আমার
শেষ বয়স । কাউকে ক্ষতি করি নাই । আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে খারাপ সমালোচনা করে যাচ্ছে । আমি
জনগণের বিনা স্বার্থে সেচ্ছায় সেবা করে যাচ্ছি । মানুষের অনেক ভূল হয় এবং আমি কাউকে মনে আঘাত বা কস্ট
দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন । আপনার যে কোনো সমস্যা হয় আমার কাছে আসবেন । আমি শায়েস্তাগঞ্জ
উপজেলায় সকল ভোটারদের হাসি ফুটাত চাই এবং উপজেলা উন্নয়ন ও জনগণের সেবা করে যেতে চাই । আমার
টাকা পয়সা প্রয়োজন নয় । আমাকে একবার শেষ বয়সে দোয়া ও ভোট দিয়ে সেবা করতে সুযোগ দিন। সভা শেষে
দলমত নির্বিশেষে পাঁচ গ্রাম ঐক্য পরিষদের হাজারো জনতা আতাউর রহমান মাসুককে নিয়ে পৌরশহরে বিশাল
শোডাউন পথ প্রদক্ষিণ করে এসে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সমাপ্ত হয় সভা ।




error: Content is protected !!