নন্দীগ্রামে এক ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মে) বিকেলে নন্দীগ্রাম উপজেলার হাটুয়া গ্রামে স্বপন কুমার সরকার নামক এক ব্যবসায়ীর বাসা ও দোকানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান অভিযান পরিচালনা করেন। সেসময় নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানা পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত ব্যবসায়ী নিজ বাড়িতে মেয়াদ উত্তীর্ণ কৃষি পণ্য মজুদ, মেয়াদ উত্তীর্ণ পণ্যের মোড়ক পরিবর্তন করে নতুন মোড়ক লাগানোর আলামত ও ওমরপুর বাজারস্থ তার নিজস্ব দোকানে মেয়াদ উত্তীর্ণ কৃষি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলো।
সেই অপরাধে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী স্বপন কুমার সরকারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও তার দোকান ও বাড়ি হতে ৫০ কার্টুন মেয়াদ উত্তীর্ণ কৃষি পণ্য জব্দ করা হয়।



error: Content is protected !!