নবীগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৪
নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার প্রশাসন অনুপম দাশ অনুপ।
শনিবার বিকেলে উপজেলার দিঘলবাক ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায়  আশ্রয় নেওয়া ৬১টি পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় প্রতি প্যাকেট ছিল১০কেজি চাল, ১কেজি ডাল, লবন ১কেজি, চিনি ১কেজি তেল ১লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম, মোট ১৪ঃ ৪০ কেজি।ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক( রাজস্ব) প্রিয়াঙ্কা পাল  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জ জেলায় বন্যাদুর্গত হয়েছে এসব এলাকার কেউ অভূক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা রয়েছে। নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আজ নবীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত ৬১ টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ ও উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার,  সহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আকুল মিয়া সহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।  এসময় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত পরিবারগুলোর খোজখবর নেয়া হয়।



error: Content is protected !!