নীলফামারী ইপিজেডে শ্রমিক বিক্ষোভ,ভাঙচুর,অগ্নিসংযোগ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

এ জি মুন্না- নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শনিবার (২৭জুন) সকাল আটটা থেকে দুপুর বারটা পর্যন্ত পরচুলা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

জানা যায় করোনা সংকটের এই সময়ে শ্রমিক ছাঁটাই, চাকরি স্থায়ী না করে উল্টো অব্যাহতি দিয়ে নতুন ভাবে আবেদনের মাধ্যমে কম বেতনে চাকরিতে যোগদানের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। এ সময় কাভার্ড ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল এবং অফিসের আসবাবপত্রে আগুন দেয়া হয়।

শ্রমিকরা জানান, চাকুরীর মেয়াদ অনেকের আট থেকে দশ বছর হয়েছে। ১৫হাজার টাকা বেতন পাচ্ছেন তারা। সামান্য ঘটনায় তাদের ছাঁটাই করা হচ্ছে। আবার নতুন করে আবেদন করে ৬ হাজার টাকা বেতনে চাকরী দিচ্ছে।




error: Content is protected !!