মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা জজ কোর্টের আইনজীবীরা।
মঙ্গলবার (৩০ জুন) ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির সদস্যরা জড়ো হয় প্রেসক্লাবের সামনে। পরে তারা স্বাস্থ্যবিধি মেনে ১২টার দিকে তাদের দাবির সপক্ষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গোফরান ভূঞা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জুয়েল ও সদস্য গোলাম আকবরসহ অনেকে। বক্তারা বলেন, দীর্ঘ কয়েক মাস আদালত বন্ধ থাকার পরও বিচারপতি আইনজীবী আইনের অনেক কর্মকর্তা করোনায় মৃত্যু বরণ করেছে। বর্তমানেও দুই শতাধিকের মতো আক্রান্ত রয়েছে। অর্থাৎ আদালত বন্ধ রেখেও সংক্রামণ ঠেকানো যায়নি। অথচ, আদালত বন্ধ থাকায় মামলা জট বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, আইনজীবীরাও অর্থনৈতিক সংকটে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।