কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার আসামী গ্রেফতার,পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

মাহে আলম,কুড়িগ্রাম,প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দ্বায় স্বীকার করে সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন আসামী রাশেল মিয়া।
এ সংক্রান্তে আজ পুলিশ সুপার,কুড়িগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম জানান গত রোববার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলীটারী গ্রামের আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে ওই এলাকার জহুরুল হকের ছেলে রাশেল মিয়া (১৫)সহ আরও ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। এতে ওই নির্মম হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেন রাসেল মিয়া। পরে গতকাল সোমবার পুলিশি হেফাজতে তাকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় নিজে হত্যা ও বলাৎকারের দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। উল্লেখ্য, গত ২০শে জুন শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তি ধর্মপুর তেলীটারী গ্রামে ছলিমুদ্দিনের পাট ক্ষেত থেকে নিখোজের ২০ ঘন্টা পর একই এলাকার জায়দুল মিস্ত্রির ছেলে সিয়াম (৬) নামের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের এক সপ্তাহের তদন্ত শেষে ঘাতক রাশেলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ নবিউল হাসান জানান, আসামী কর্তৃক শিশু সিয়ামকে বলাৎকারের পর সে তার পরিবারকে বলে দিবে এই কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে তার চাচাতো ভাই দশম শ্রেনীর ছাত্র রাসেল মিয়া।পুলিশ সুপার তার বক্তব্যে এই ধরনের ঘটনা প্রতিরোধে স্কুল কলেজে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় অনুশাসনের চর্চা এবং ছেলে বা মেয়ে শিশুদের যৌন হয়রানী রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।




error: Content is protected !!