ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্ত হয়ে ২ দিন পর পর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মানুষ

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের শৈলকুপায় করোনার কারণে ২ দিন পর পর মৃর্ত্যুর মিছিলে যোগ হচ্ছে এখানকার মানুষ। জানা যায় শৈলকুপা মধ্যপাড়ার রফি উদ্দিনের ছেলে সরোয়ার মোর্শেদ সিলেট এক বেসরকারী কোম্পানীতে চাকুরীরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়। এরপর তিনি শৈলকুপায় তার গ্রামের বাড়িতে আসার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর আজ ৩ টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপায় একের পর এক করোনায় এই মৃত্যুতে আতংক ছড়িয়ে পড়েছে। এখনই সতর্ক না হলে এর পরে আরো খারাপ অবস্থা তৈরী হবে বলে সবার ধারণা। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন করোনায় এভাবে ২ দিন পর পর লাশের মিছিল মেনে নেওয়া যায় না। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সেইসাথে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন।




error: Content is protected !!