কয়রায় রেড ক্রিসেন্ট এর উদ্যোগে ঘর নির্মাণের যন্ত্রপাতি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

শরিফুল ইসলাম, খুলনা, কয়রা (প্রতিনিধি);

খুলনার কয়রা উপজেলায় প্রলংকারী সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বনভাসী মানুষের মাঝে ঘর নির্মাণের যন্ত্রপাতি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি । উপজেলার ৪০০ পরিবারের মধ্য উত্তর বেদকাশী ইউনিয়নে ১৫০ টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (০৫ জুলাই) বিকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ১৫০ টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থতি ছিলেন খুলনা ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কোম্পানী, কয়রা উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর বেদকাশী ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা (৪,৫,৬) সুলতানা মিলি।
কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও রেড ক্রিমেন্ট সোসাইটির উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ট্রিপল, স্যানিটাইজার, হাইজিন কিটস, সুপেয় পানি, ঘর নির্মাণের যন্ত্রপাতি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।




error: Content is protected !!