মেখল মানবিক আইসোলেশন সেন্টােরের ব্যবস্থাপনায় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্টিত
আসলাম পারভেজ,চট্রগ্রাম হাটহাজারী;
হাটহাজারী উপজেলার মেখল মানবিক আইসোলেশন সেন্টার করোনা আক্রান্ত সহ অন্যান্য রোগীদের চিকিৎসার পাশাপাশি এবার মেখল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মেখল আইসোলেশন সেন্টারের ব্যবস্থাপনায় পুরুষ-মহিলা চিকিৎসক দ্বারা নারী পুরুষ সকল বয়সীকে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে।
এ উপলক্ষে রবিবার(৫জুলাই)সকাল ১০টায় মেখল ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে বিনামূল্যে ফ্রী চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখল মানবিক আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ ব্যাবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এসময় আরো উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম,ইউপি সদস্য শুক্কুর মেম্বার,মহিলা মেম্বার বেবী আক্তার,কাইয়ুম মেম্বার,সমাজ সেবক জি এম সাইফুল,এডভোকেট ইসমাইল,স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন,সহকারি প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ,সমাজ সেবক মোবারক আলী,তোফেল আহম্মদ,মোঃ আলী,হারুন সওদাগর,ইসমাইল স্মৃতি সংদের সভাপতি মোঃ ইসহাক,সাধারন সম্পাদক এনাম উদ্দীন,প্রতিষ্টাতা সভাপতি আবদুল আজিজ,সদস্য মোঃ সিরাজুল মনির,মেখল মানবিক আইসোলেশন সেন্টার এর পরিচালক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে মিজান,মোরশেদ,ইফতেখার,ওয়াহিদ,রাকিব,আরমান,আকিব,নয়ন,বাবুল প্রমুখ।
এব্যপারে মেখল মানবিক আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন,ডাক্তারের কাছে রোগী না,রোগীর কাছে ডাক্তার এ শ্লোগান নিয়ে আমরা মেখলে কাজ করে যাচ্ছি বিগত ২০ দিন থেকে। এর আলোকে আমরা করোনা কালিন যেহেতু গ্রামের মানুষ ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারছে না।সে জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তার দেরকে রোগীর কাছে সেবা দেওয়ার জন্য গ্রামে নিয়ে এসে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছি।তিনি বলেন,ইতিমধ্যে মেখল মানবিক আইসোলেশন সেন্টার মেখল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ৬২০ জন রোগীকে চিকিৎসা সেবা,৮২ জন রোগীকে অক্সিজেন,শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ দিয়েছে।
চিকিৎসা ক্যাম্পে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় শতাধীক রোগীকে ডা:মোঃ ইমরুল কায়েস,ডাক্তার সাইমা ফ্রী চিকিৎসা সেবা দেয়।এসময় ডাক্তারদেরকে সহযোগীতা করেন স্বাস্থ্য সহকারী মোঃ দেলোয়ার হোসেন,আব্দুর সবুর,নার্স হামিদা আক্তার।