ঝিনাইদহের শৈলকুপায় গোখরা সাপের ডিম ও বাচ্চা উদ্ধার

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর গোখরা সাপের ৩০টি ডিম ও ৪০টি জীবিত বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রামের মাঠ থেকে এ ডিম ও বাচ্চা উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

এঘটনায় কেসমত শেখ জানান, তার ছোট ভাই বাড়ির পাশে মাঠে কৃষি কাজ করছিল। এমতাবস্থায় পাশ দিয়ে একটি গোখরা সাপের বাচ্চা চলে যেতে দেখতে পায়। আরো কয়েকটি বাচ্চা আশপাশে ছোটাছুটি অবস্থায় দেখে একটি বাচ্চা মেরে বাড়িতে এনে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় খোঁড়াখুঁড়ি করে ৩০টি ডিম ও ৪০টি জীবিত বিষধর গোখরা সাপের বাচ্চা সহ মা সাপ উদ্ধার করা হয়।

তবে পাতিলের মধ্যে আবদ্ধ অবস্থায় এক সঙ্গে অনেকগুলো রাখায় গরমে প্রায় ১৬টি বাচ্চা সাপ মারা গেছে বলেও জানান তিনি। অন্যদিকে, গোখরা সাপের ডিম ও বাচ্চা উদ্ধারের ঘটনা এলাকায় চাউর হলে আশপাশের গ্রাম থেকে শত শত উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করছে।




error: Content is protected !!