শিবগঞ্জ কিচক কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ
আহমেদ রুবেল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধে লক্ষে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার নাগাদ কিচক ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কোভিড-১৯ প্রতিরোধের লক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামীণ স্বাস্থ্য সু-রক্ষায় (এলজিএসপি-৩) এর অর্থায়নে অত্র ইউনিয়নের ১৫০ জন সাধারণ নারী পুরুষের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস্যোসিয়েশনের সভাপতি, কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব এ.বি.এম.নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আঃ মান্নান মন্ডল, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্যা মোছাঃ কোহিনুর বেগম,
আরো উপস্থিত ছিলেন
কিচক ইউনিয়ন অাওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কিচক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মামুন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার মোঃ আঃ বাকি, আলতাব আলী, সান্না সহ প্রমূখ। সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার পেয়ে সবাই স্বাস্থ্য সচেতন হবেন এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকল সাধারণ জনগন ।