করটিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মাদকব্যবসা বন্ধের লিফলেট বিতরণ।
টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। জানাযায়, করটিয়া হাটখোলায় দীর্ঘদিন যাবদ চোলাইমদ, ইয়াবা, হেরোইন, চরশ, গাজা বিক্রি, জুয়াসহ অসামাজিক কার্যকলাপ করে আসছে লখিয়া রবিদাস, শান্তি রবিদাস, বিশু রবিদাস সহ ১০/১৫ জন মাদকব্যবসায়ী। যার ফলে প্রতিনিয়ত এলাকার যুবসমাজ, কলেজের ছাত্র ছাত্রীদের নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাদকের ছোবল থেকে রেহাই পেতে চায় করটিয়াবাসী। দেশের বিভিন্ন জেলা থেকে করটিয়ায় কাপড় কেনা আসা ব্যবসায়ীদের সমস্যা হয় বলে জানান কাপড় ব্যবসায়ীরা। টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী কয়েকবার নিষেধ করার পরও, আইনের তোয়াক্কা না করে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানান এলাকাবাসী। এবিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা আঃ মজিদ বলেন, আমরা করটিয়া হাটখোলায় মাদকব্যবসা বন্ধের জন্য আইনের সহযোগিতা কামনা করছি। করটিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আঃ রাজ্জাক বলেন, করটিয়া হাটখোলা সহ যেসব জায়গায় মাদক বিক্রি ও সেবন করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এসময় করটিয়া মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি মোঃ আঃ কোরেশ, জানান এই ভয়াল মাদকের হাত থেকে যুব সমাজ রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মোঃ আঃ রৌফ খান, সদস্য মোঃ আঃ করিম খান প্রমুখ উপস্থিত ছিলেন ।