ঝিনাইদহ জেলায় ৩’শত ছাড়ালো করোনা রোগীর সংখ্যা

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহ জেলায় নতুন করে আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে ৬০টি নমুনার রিপোর্টে ৩৬টি নেগেটিভ ও ২৪ জন পজেটিভ। এর মধ্যে সদর ১৩, শৈলকুপা ১, কালীগঞ্জ ৯ ও মহেশপুরে ১ জন রয়েছে। এ নিয়ে মোট জেলায় ২৩৫৬টি নমুনার রিপোর্টে ৩১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন। মোট নেগেটিভ ২০৩৭ ও সংগৃহীত নমুনার সংখ্যা ২৬৪৫।

নতুন আক্রান্তদের এলাকা:

সদর :
১.উপশহর পাড়া ২নং ওয়ার্ড ২.ব্রাক রিজিওনাল অফিস ৩.সিদ্দিকীয়া সড়ক ঝিনাইদহ সদর ৪.পুলিশ লাইন ৫.পুলিশ লাইন ৬.ডি.সি অফিস ৭.পবহাটি ৮.৩নং পানির ট্যাংক পাড়া ৯.হাট গোপালপুর ১০.ভবানীপুর ১১.কোভিড ডেডিকেটেড হাসপাতাল ১২.RAB 6 ক্যাম্প ১৩.হামদহ

কালীগঞ্জ :
১.হাইওয়ে পুলিশ স্টেশন,বারবাজার ২.চাপালি(নলডাঙ্গা) ৩.খয়েরতলা(নলডাঙ্গা) ৪.হাইওয়ে পুলিশ স্টেশন, বারবাজার ৫.হাইওয়ে পুলিশ স্টেশন,বারবাজার ৬.হাইওয়ে পুলিশ স্টেশন, বারবাজার ৭.নিশ্চিন্তপুর(নলডাঙ্গা) ৮.দক্ষিণ আড়পাড়া(নলডাঙ্গা) ৯.মুসলিম বেকারী(নলডাঙ্গা)।

শৈলকূপা
১.দুধসর

মহেশপুর_১
১.মান্দারতলা,নাটিমা।

উপজেলা ভিত্তিক শনাক্তের মোট সংখ্যা ৩১৯ :

সদর ১০২, শৈলকুপা ৪৬, হরিনাকুন্ডু ১৬,
কালীগঞ্জ ১১৮, কোটচাঁদপুর ২২ ও মহেশপুর ১৯ জন।

উপজেলা ভিত্তিক সুস্থতার সংখ্যা ১১৪ :

সদর ২৯, শৈলকুপা ১৮, হরিনাকুন্ডু ৬, কোটচাঁদপুর ১৮, কালীগঞ্জ ৩৮, মহেশপুর ৫ জন।

কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা ০৮

মোট মৃত্যুর সংখ্যা ৫ :

শৈলকুপা ২, কালিগঞ্জ ৩




error: Content is protected !!