কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

রুহুল আমিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বাড়ির পাশে বাঁধা নৌকায় খেলা করতে গিয়ে পানিতে পড়ে গিয়ে জুনায়েদ (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার দেড় ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা মাদ্রাসাহাটির অদূরে বর্ষার পানিতে জাল ফেলে এলাকাবাসী শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু জুনায়েদ গজারিয়াকান্দা মাদ্রাসাহাটির দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকাল ৩টার দিকে শিশুটি তার মা নাজমা আক্তারের কাছ থেকে খেলা করার কথা বলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির ঘাটে বাঁধা নৌকায় ওঠে। সেখানে খেলা করার এক পর্যায়ে শিশুটি বর্ষার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।

খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী শিশুটির খোঁজে পানিতে জাল ফেলে। প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলের অদূরে জাল ফেলে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




error: Content is protected !!