রুহুল আমিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জোয়া খেলার আসর থেকে ৭ জনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ৩৬ হাজার ৫৮৫ টাকা ও ২ বান্ডিল তাস উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চং শোলাকিয়া সাকিনে জনৈক আমেরিকা প্রবাসী তোফায়েল হোসেন এর নির্মাণাধীন বাড়ির ভিতরের কক্ষে কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সেই প্রেক্ষিতে আজ (১১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চং শোলাকিয়া এলাকা হতে মোঃ ওসমান গণি(৫৫), পিতা-মৃত আব্দুল হামিদ বাজারি, মোঃ খসরু ভূইয়া (৪৫), পিতা-মৃত আব্দুল হামিদ ভূইয়া মোঃ মাসুদ রানা(৪২), পিতা-মৃত আব্দুল বারিক, সর্ব সাং-চং শোলাকিয়া, মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত রহিম বক্স, সাং-গালিম গাজী(মহিনন্দ), সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জ, মোঃ আব্দুস সালাম(৩১), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-পূর্ব হাত্রা পাড়া (খাদির জঙ্গল), মোঃ কবির মিয়া(২২), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-দক্ষিন হাত্রা পাড়া (খাদির জঙ্গল) ও মোঃ লালন মিয়া (২২), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-গালিম গাজী (খাদির জঙ্গল), সর্ব থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ৩৬ হাজার ৫৮৫টাকা ও ২ বান্ডিল তাস’সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।