মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় চুনারুঘাট উপজেলা পর্য্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪নং পপাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম।
শনিবার চুনারুঘাট উপজেলা সভা কক্ষে স্বাস্থবিধি মেনে ক্ষুদ্র পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মানতা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের সহকারী কমিশনার মিল্টন পাল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শামসুজ্জামান শামীম ২য় বারের মত নিষ্ঠার সাথে পাইকপাড়া ইউপি চেয়ারম্যান হিসাবে দায়ীত্ব পালন করছেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক।
তিনি বলেন,আমার বাবা মরহুম আবুল কালাম উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাদের মাঝে একজন নিবেদিত প্রাণ ও কয়েকবারের চেয়ারম্যান ছিলেন । সারাজীবন মানুষের সেবা করে আমাদের কে সে পথে দিয়ে গেছেন, মৃত্যুর পুর্ব পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।
কাজের মূল্যায়ন করার জন্য তিনি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ঠ সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান স্থানীয় সংসদ সদস্য ও বে-সামরিক বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী,চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আঃ রশিদ মাষ্টার,সেক্রেটারি আবেদ হাসনাত চৌধুরী সনজু,উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান,সমাজ সেবক জাকির হোসেন পলাশ।