নন্দীগ্রাম দলিল লেখক সমিতির অফিসে বহিরাগতদের প্রবেশ করার ঘটনায় টানটান উত্তেজনা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম দলিল লেখক সমিতির অফিসে বহিরাগতদের প্রবেশ করার ঘটনায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়েছে। সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম কতিপয় বহিরাগতদের নিয়ে ১৩ জুলাই দুপুর ১২ টায় নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির অফিসে প্রবেশ করে। এদিকে উপজেলা পরিষদের সামনে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়। এতে টানটান উত্তেজনা দেখা দেয়। এরপর নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে পরিবেশ শান্ত করে দেয়। তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অপরদিকে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমাদের জানামতে আব্দুস সালামের দলিল লেখকের লাইসেন্স নবায়ণকৃত নয়। সে কারণে তাকে আর দলিল লেখক হিসেবে গণ্য করা হয় না। এরপরেও সে বহিরাগতদের নিয়ে নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে ও নন্দীগ্রাম দলিল লেখক সমিতির অফিসে প্রবেশ করে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালায়। যা খুব দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।