ঝিনাইদহ নাথকুন্ডু গ্রামে জুয়া খেলার আসর ভেঙে দিলেন ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোকলেছুর রহমান
মোঃ শহিদুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি;
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু গ্রামে জুয়া খেলার আসর ভেঙে দিলেন ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোকলেছুর রহমান।
তিনি জানান, রাতের আধারে লুডু ও তাস খেলার মাধ্যমে নিয়মিত জুয়া খেলা হয় এ চায়ের দোকানে। এখানকার কতিপয় মানুষ কষ্টে অর্জিত সম্পদ নষ্ট করছে জুয়া খেলা করে যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং পরিবারে নানান অশান্তি তৈরি করছে। জুয়ার অর্থ জোগাড় করতে অনেকে অনেক অপকর্মেও লিপ্ত হচ্ছে।
আজ সোমবার সন্ধ্যার দিকে অভিযানে আসলে দোকানে থাকা কয়েকজন তাদের জুয়ার সরঞ্জাম, জুতা স্যান্ডেল, রেখে পালিয়ে যায়। দোকানদারকে কড়া সতর্ক করে জুয়ার সামগ্রীসহ জুতা স্যান্ডেল পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। আপাতত কিছুদিন ঐ দোকানে চৌকি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন ক্যাম্প ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান।