কলাপাড়ায় প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছে,বাড়ছে করোনা রোগীর সংখ্যা॥

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাডা(পটুযাখালী)প্রতিনিধি; কলাপাড়ায় প্রতিদিনই বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা । সর্বশেষ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করা ১২ জন শ্রমিকের
শরীরে করোনা শনাক্ত হওযার খবর পাওযা গেছে। মঙ্গলবার রাতে এ খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজের জন্য ১৬৫ জন শ্রমিককে ডেকে এনে পর্যটনকেন্দ্র কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে
রাখা হয়। ৬ জুলাই ১৬৫ জন শ্রমিকের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৭ জন শ্রমিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও ১২ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্রে জানা গেছে, এসব শ্রমিকরা ছুটিতে ছিল। মার্চ মাসে করোনা পরিস্থিতির কারণে এদের ছুটি দেয়া হয়। এ পর্যন্ত কলাপাড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছে দু’জন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন,কুয়াকাটার আটটি হোটেলে ১৬৫ জন শ্রমিক বর্তমানে অবস্থান করছে। আমরা এ খবর জানার পর ১১ জুলাই হোটেলগুলো লকডাউন করে দিই।

পটুয়াখালী জেলা সিভিলসার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন,তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজের জন্য এসব শ্রমিকদের এনে কুয়াকাটায় রাখা হয়েছে। চায়নাসহ দেশি কর্মকর্তা-কর্মচারীরা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে, করোনাকালীন এ সময়ে শ্রমিকদের নতুন করে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে যোগদান করতে হলে স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র নেয়ার বিধান রয়েছে।
আমাদের উদ্যোগেই এসব শ্রমিকদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ১২ জন করোনায় আক্রান্ত বলে জানা যায়। আক্রান্তরা কুয়াকাটার কয়েকটি
হোটেলে আলাদাভাবে অবস্থান করছে। আমরা তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি।




error: Content is protected !!