অপরাধ ডেস্কঃ দেশের অন্যসব জেলার চেয়ে হবিগঞ্জ একটি খাদ্য উৎপাদনশীল জেলা। বর্তমান মৌসূমে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখের হাসি অনেকটাই ম্লান। করোনার প্রভাবে শ্রমিক সংকটের দরুন বোরো ধান ঘরে তুলা নিয়ে দেখা দিয়েছে সংসয়। প্রশাসনের পক্ষ থেকে বার বার সহযোগীতার কথা বলা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। প্রসাশন দ্রত ব্যবস্থা না নিলে বোরো ধান ঘরে তুলা সম্ভব হবে না। কৃষকরা অন্য জেলা থেকে শারিরিক পরিক্ষার মাধ্যমে শ্রমিক দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে।