কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
করোনার হটস্পট কিশোরগঞ্জ সদরে হু হু করে বাড়ছে সংক্রমণ। পুরো জেলায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এবার সদর উপজেলায় সংক্রমণ যেন অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে বাড়ছে। গত ২০ জুলাই রাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩ উপজেলায় নতুন করে আরো ১৪ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে শুধু কিশোরগঞ্জ সদর উপজেলায় রয়েছে ৮ জন।
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৬ জন, এতে করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১৬১২ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ জন। গত ২০ জুলাই রাতে এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান।
এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৪৯৫ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৩৭৫ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এই উপজেলায় ৬ জন। গত ৩ দিনে কিশোরগঞ্জ সদরের করোনা পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে। গত ৩ দিনে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫৩ জন। এরমধ্যে কেবল কিশোরগঞ্জ সদর উপজেলায় রয়েছে ২৮ জন। যা পুরো জেলার মোট আক্রান্তের অর্ধেকের একটু বেশি।
এই পর্যন্ত সদর উপজেলা থেকে ৪৬৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়।