নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২২ জুলাই বেলা ১১ টায় স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল হক ও ক্ষেত্র সহকারী নাহিদ হাসান প্রমুখ। এরপর কারেন্ট জাল জব্দ করে তা ধবংস করে দেয়া হয়।




error: Content is protected !!