চুনারুঘাটে ভোক্তা-অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

মোঃ জামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার চুনারুঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন মিষ্টির দোকানে ভোক্তা-অধিকার সংরক্ষন আইনে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি/মিষ্টিজাত দ্রব্য তৈরী এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দুপুর ১২.০০ টা থেকে ১.৩০ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

এ সময় সর্বমোট ০২ টি মামলায় ১৫,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, সকল খাবার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানসমূকে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য/সেবা তৈরী এবং সঠিক মাপে প্রতিশ্রুত পণ্য সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

একই সাথে চুনারুঘাট মাছের বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়ন মৎস্য অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ।

অত্যন্ত জরুরী প্রয়োজন ও মাস্ক পরিধান ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।




error: Content is protected !!