নীলফামারীতে সাবেক সিভিল সার্জন সহ নতুন ১১জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

এ জি মুন্না নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীতে সাবেক সিভিল সার্জন সহ জেলায় নতুন করে ১১জনের শরীরে করোনা পজেটিভ এসেছে।
শুক্রবার(২৪ জুলাই) রাত ৮টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত রির্পোটে ১১জন করোনা পজেটিভ এসেছে।

তাদের মধ্যে নীলফামারী জেলার সাবেক সিভিল সার্জন ও শহরের প্রগতিপাড়ার বাসিন্দা ডাঃ আব্দুর রশিদ ও তার সহধর্মীনী করোনা পজেটিভ হয়েছেন।

করোনা পজেটিভ অন্যান্যরা হলো নীলফামারী শহরের বাবু পাড়ার একই পরিবারের ৩ জন, সদর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক, সংগলশী ইউনিয়নের বড় সংগলশী ডাঙ্গাপাড়া গ্রামে একজন নারী, টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছি গ্রামের এক নারী সহ দুইজন, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের একজন ও ডিমলা উপজেলা সদরে একজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬১৬ জনের মধ্যে সদরে ২৮৫ জন, ডোমার উপজেলায় ৫৩ জন, ডিমলা উপজেলায় ৬৩ জন, জলঢাকা উপজেলায় ৯৩ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪০ জন ও সৈয়দপুর উপজেলায় ৮২ জন রয়েছেন। নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৮জন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৬ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরীগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন।




error: Content is protected !!