আজমিরীগঞ্জে বন্যায় জনসাধারণ ও গৃহপালিত পশুরা বিপাকে

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

আজমিরীগঞ্জে বন্যায় জনসাধারণ ও গৃহপালিত পশুরা বিপাকে রয়েছে। আজমিরীগঞ্জে কুশিয়ারা কালনী নদীর পানি বাড়াতে আকস্মিক বন্যার প্রভাব।উজানে পাহাড়ি ঢলের পানি ভাটিয়ালি এলাকা নিমজ্জিত। আর এই বানের পানি রাস্তা ঘাট ডুবে ঘর বাড়ি তলিয়ে গেছে। আর বন্যার সৃষ্টি হয়েছে। আজমিরীগঞ্জে কাকাইলছেও ইউনিয়নের মাহতাব পুর,সৌলরী,রসুলপুর, কামালপুর, রায়লাসহ অনেক গ্রামের লোক পানিবদ্ধ হয়ে পরেছে। এছাড়াও বদলপুর ইউনিয়নের পিরোজপুর, কাঠাখালী,পিটাকান্দা, হিলালপুর,পাহাড় পুরের প্রায় লোকজন পানিবন্দী।জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া, মোহাম্মদ পুর,পুর্বের মলা,বিরাট ইউনিয়নের রনিয়া গ্রাম,গুচ্ছ গ্রামের লোকজন পানিবন্দী রয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব ও খাদ্য সংকট রয়েছে। বন্যার পানিতে গৃহপালিত পশু গরু,মহিষ,ছাগল,ভেড়া মাঠ ডুবে যাওয়ায় গৃহপালিত পশু বিপাকে রয়েছে।।




error: Content is protected !!