আজমিরীগঞ্জ গরুহাটায় স্বাস্থ্য বিধি না মেনে অবাধে গরু বিক্রি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

আগামী ঈদ উল আযহাকে সামনে রেখে গরুর জমজমাট ব্যবসা মানছে না কেউ সরকারি নির্দেশনা। আজমিরীগঞ্জে গরু বাজারে স্বাস্থ্য বিধি না মেনে অবাধে গরু বিক্রি করা হচ্ছে। আজমিরীগঞ্জ গরুহাটায় আজমিরীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলার ক্রেতা বিক্রেতাগন এসে সম্মিলিত হন।বিভিন্ন জেলা উপজেলার গরু এই হাটে আসে। যার য়ার পছন্দ আর দামানুপাতে গরু ক্রয়- বিক্রয় হয়।তবে সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য বিধি না মেনে অবাধে গরু ক্রয়- বিক্রয় হচ্ছে। প্রায় অনেক লোকের মুখে কোন মাক্স নেই। প্রতিটি মানুষ তিন ফুট দূরত্ব বজায় রেখে কার্যক্রম করা।কিন্তু তিন ফুটতো দুরের কথা সবাই উপরে চোপড়ে ভীড় করে।আর অধিকাংশ লোকের মুখে মাক্স নেই।আজমিরীগঞ্জ পৌরসভা নিয়ন্ত্রিত এই গরুর বাজারে এই রকম মাক্সবিহীন,সামাজিক দূরত্ব না মেনে অবাধে গরু ক্রয় বিক্রয়ে জন সচেতন মানুষ মনে আতংক বিরাজ করছে। কারন করোনা পরিস্থিতি দিন দিন বাড়ছে। আর এভাবে চলতে থাকলে আজমিরীগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে সচেতনতা বাড়ানো দরকার, স্বাস্থ্য বিধি মেনে চলা অতীব জরুরী। আর এই বিষয়ে প্রশাসনকে সর্বক্ষণ দৃষ্টি কামনা করে জন সচেতন মহল।।




error: Content is protected !!