ঝিনাইদহ কোভিড হাসপাতালে ২ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদাণ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

মোঃশহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগিদের স্বাস্থ্যসেবা প্রদাণের জন্য ২ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদাণ করেছেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
সোমবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের হাতে তাহজীব আলম সিদ্দিকী সমি এমপির পক্ষ থেকে মেশিন ২টি হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ডা. জাকির হোসেন, ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকীসহ নেতৃবৃন্দ।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, একটি সদর হাসপাতাল ও অন্যটি কোভিড হাসপাতালে স্থাপন করা হবে। যার মাধ্যমে প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই করা যাবে। করোনায় আক্রান্ত রোগিদের শ্বাসকষ্ট শুরু হলে এই মেশিনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করলে মৃত্যুঝুকি কমবে বলে জানিয়েছেন তিনি।




error: Content is protected !!