টেকনাফে মাদক পাচারকারী দুই গ্রুপে ভাগবাটোয়ারা দ্বন্দ্বে গোলাগুলিতে ৪ জন নিহত

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় মাদক কারবারীদের দুই গ্রুপের গোলাগুলিতে চারজন মাদক কারবারী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্র, গুলি ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

নিহত মাদক কারবারীরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়া পাড়ার বাসিন্দা আব্দুস সালামে এর পুত্র নাছির (২৩), টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব মহেষখালীয়া পাড়ার বাসিন্দা মৃত হাকিম মিয়ার পুত্র আনোয়ার (২৪), হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়া পাড়ার বাসিন্দা মৃত নূর মোহাম্মদ এর পুত্র ইসমাইল (২৫), হোয়াইক্যং ইউনিয়নের আমতলীর বাসিন্দা আব্দুল মালেকের পুত্র আনোয়ার হোসেন (২২)।

এই সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত চারটার দিকে টেকনাফ হোয়াইক্যং এর পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় দুই দল মাদক কারবারীদের মধ্যে ইয়াবার লেনদেন নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনারপর টেকনাফ থানার একদল পুলিশ পৌঁছালে মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও নিজেদের আত্বরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি এলজি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৫০ হাজার ইয়াবা সহ চারজন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।পরে গুলিবিদ্ধ ব্যক্তিদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চার জনকেই মৃত ঘোষনা করে।

প্রদীপ কুমার দাশ বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মাদক পাচার জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। মৃত্যুর ভয় না করে মাদক কারবারিরা এমন কাজ চালিয়ে যাচ্ছে। 

তদন্ত পূর্বক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 মাদক ব্যবসায় জড়িত তাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসার জন্য তিনি স্থানীয় জনগনের সহযোগীতা কামনা করেন। 




error: Content is protected !!