যশোর বেনাপোল ছোট ভাইয়ের গুলিতে নিহত বড় ভাই

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

আবদুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি;

যশোর বেনাপোল কাগজপুকুর এলাকায় ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে আপন বড় ভাই রাসেল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ছোট ভাই আমজাদ।

ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার কাগজপকুর গ্রামে। হত্যাকারী আমজাদ বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক।

বুধবার রাসেলের বাড়ীতে এ ঘটনাটি ঘটে
নিহত রাসেল হোসেন (৩২) ও হত্যাকারী আমজাদ (২৪) হোসেন কাগজপুকর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে।

স্থানীয় আব্দুল করিম জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেল এর কাছে ২০ হাজার টাকা দাবি করে।

এ নিয়ে দুই ভাই কথা কাটাকাটি হয়। বুধবার সকালে আবার সে রাসেল এর কাছে টাকা দাবি করে।
রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।

স্থানীয়রা জানান, বেনাপোল শার্শার কুখ্যাত সন্ত্রাসী একাধিক মাদক ও হত্যা মামলার আসামি নিজের বোমায় নিজে নিহত আমিরুলের সেকেন্ড ইন কমান্ড ছিল এই আমজাদ হোসেন।

আমিরুল নিহত হওয়ার পর থেকে সে কাগজপুকুর বেনাপোল শার্শা এলাকায় ছিনতাই সহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডর সাথে জড়িত ছিল

নিহত রাসেল হোসেন বেনাপোল বাজারে ডাবলু মার্কেটে একজন কসমেটিক্স ব্যবসায়ি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন,বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই খুন হয়েছে। মৃত ব্যাক্তির লাশটি যশোর মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, হত্যাকারী আমজাদকে আটক করতে সক্ষম হয়েছি আমরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান বেনাপোল প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম।




error: Content is protected !!