নারায়ণগঞ্জ এর ভূলতা গাউছিয়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার হিরিক, ভুলেই গেছে স্বাস্হ্যবিধি।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ (রুপগন্জ) নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ এর ভূলতা গাউছিয়ায় আজ সন্ধ্যা ছয়টার চিত্র এটা। দেখা যায় ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ী ফেরা মানুষের ঢল। বাড়ী ফেরার আনন্দে ভুলেই গেছে স্বাস্হ্যবিধির কথা।অনেকের মুখে নেই মাক্স হাতে নেই গ্লাভ্স। কেউবা আবার জানেই না করোনা সচেতনতায় করোনীয় কি।
বিশেষ করে বাস এবং লেগুনায় মানা হচ্ছে না স্বাস্হ্যবিধি। এবিষয়ে জানতে চাইলে ভূলতা পুলিশ ফাড়ির এক পুলিশ সদস্য নাম প্রকাশেঅনিচ্ছুক জানান সবাই শুধু নাইট শিফটে ডিউটি করার জন্য ব্যাস্ত। কি আছে নাইট শিফটে দিনের বেলায় গাউছিয়া তাঁত বাজারের সামনে ও দেখা মেলেনি কোনো পুলিশ সদস্যের।
স্বাস্হ্যবিধি আর সামাজিক দুরত্ব না মেনেই বাস এবং লেগুনায় ঠেলাঠেলি করে চলছে মানুষের ঈদযাত্রা। এতেকরে ঈদ পরবর্তী সময়ে করোনার ঝুঁকি অনেকাংশে বেড়েই চলেছে। এনিয়ে আওয়ামী লীগ পার্টি অফিসের এক নেতার সাথে কথা বললে তিনি বলেন, এমনিতেই মানুষ স্বাস্হ্যবিধি মানতে চাইনা তার পরো রাস্তায় নেই কোনো পুলিশি অভিযান। এতে করে মানুষ আরো বেখেয়ালি আর বেপোরোয়া হয়ে উঠছে।তার ফলে পরবর্তীতে করোনা মহামারির প্রকোপ বাড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়।