হবিগঞ্জকে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করেছেন পুলিশ সুপার

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লা,বিপিএম, পিপিএম।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বাহুবল মডেল থানার সীমানা প্রাচীর উঁচুকরণ ও কাঁটাতার স্থাপনের ফলক উম্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ধরণের উদ্যোগ হাতে নিয়েছে।

চা বাগানে বসবাসকারী শ্রমিকদের মাঝে যে সব পরিবার মাদকমুক্ত তাদের তালিকা করে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে। এতে অন্যান্য চা শ্রমিক পরিবারও মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ হবে।

তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কমিউনিটি পুলিশিং-এর সভাপতি মোঃ আসকর আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, এসআই মোস্তাফিজুর রহমান, ফুয়াদ হোসেন, ইদ্রিছ আলী, এএসআই সাঈদ মন্ডল, মাজেদ মোস্তফা, রিয়াদ হোসেন, শিক্ষক সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জাহির মিয়া তালুকদার, ইসলাম উদ্দিন, প্রমুখ।




error: Content is protected !!