মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কর্মকর্তাসহ আরো ৩৯ জন করোনা পজেটিভ। এতে করে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হলো ১২৩২ জন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, ২৭ জুলাই বৃহস্পতিবার ৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়ে ছিলো। ৩৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে,বাকি ৪৯ টি নমুনা নেগেটিভ শনাক্ত হইছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫১ টি স্যাম্পলের ২৮ জন পজিটিভ, পাংশা উপজেলার ২৫টি স্যাম্পলের মধ্যে ০৮ জন পজিটিভ, কালুখালি উপজেলার ০৩ টি স্যাম্পলের মধ্যে ০১ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ০৯ টি স্যাম্পলের মধ্যে ০২ জন পজিটিভ। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়,রাজবাড়ীতে মোট নমুনা পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৬৭১৫ টি, তার মধ্যে রিপোর্ট এসেছে ৬৫১৮ টির, পেন্ডিং আছে ১৯৭ টি রিপোর্ট। রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১০ জন ।
অপরদিকে মোট সুস্থ হয়েছে ৬৭৮ জন। হোম আইসোলেশনে আছে ৪৭৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন ।