দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক প্রধান শিক্ষক কর্তৃক ছাত্র বলদৎকার
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্র বলদৎকারের অভিযোগ উঠেছে।
নবাবগঞ্জ বোয়ালমারী ইউনিয়নের শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা কর্তৃক ঐ স্কুলের পঞ্চম শ্রেনী এক ছাত্রকে বলদৎকার করার অভিযোগ উঠেছে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান এঘটনায় ঐ ছাত্রের বাবা গত ০৩/০৮/২০২০ তারিখে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এব্যাপারে ঐ শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে ঐ ছাত্র আমার প্রতিবেশী গত ২৭/০৭/২০২০তারিখে বৃষ্টির সময় ছাত্রটিকে কোলে করে তুলে মাছ মারতে গিয়ে ছিলাম
এই ছাড়া আর কিছুই না আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে।
ছাত্রটির বাবার সাথে কথা বলে জানা যায় আমার ছেলেকে উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে স্কুলের পাশে হলুদের ক্ষেতে নিয়ে গিয়ে বলদৎকর করে।
আমার ছেলে বাড়িত এসে সব ঘটনা খুলে এবং অসুস্থ বোধ করলে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
আমি ঐ লম্পট শিক্ষকের বিচার চাই
আর যেন কোন শিক্ষক ছাত্রের সঙ্গে এরকম জঘন্ন কাজ করতে না পারে এব্যাপারে আমি প্রশসনের দৃষ্টি আর্কশন করছি।
নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্ম কর্তা বলেন ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি শুনতে পেয়েছি।
লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
এরিপোট লেখা পর্যন্ত আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান নবাবগঞ্জ থানা পুলিশ।