Covid19 সংক্রমনে উত্তর বঙ্গের সবচেয়ে জনপ্রিয় পিকনিক স্পট দিনাজপুরের “স্বপ্ন পুরী”যেন শুনশান নিরবতা প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমান ৫কোটি টাকা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
কভিড১৯ সংক্রমনের কারনে গত ২৫শে মার্চ হতে দেশের সব পিকনিক স্পট বন্ধ রয়েছে। দেশের উত্তর বঙ্গের সবচেয়ে জনপ্রিয় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাব গঞ্জ এলাকায় অবস্থিত স্বপ্নপুরী পিকনিক স্পটটি সরে জমিনে গিয়ে দেখা যায় যেন শুনশান নিরবতা।
নেই কোন পর্যটক নেই কোন কোলাহল নিঃস্তব্ধ চারদিক।
৪মাস ধরে বন্ধ থাকার কারনে পর্যটক না থাকায় স্বপ্নপুরীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ওঅন‍্যান‍্য ব‍্যয় বহন করতে প্রতিনিয়ত সমস‍্যার সম্মুখীন হতে হচ্ছে কর্তৃপক্ষে।

স্বপ্ন পুরীর ভিতরের রয়েছে কয়েক শত দোকান খাবারের হোটেল ওফাস্ট ফুড কর্নার। পর্যটক না থাকার কারনে বেছা বিক্রি বন্ধ হওয়ায় বেকায়দায় পড়েছে সেই সব দোকানের মালিকওকর্মচারীরা।পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন করছে।এছাড়াও স্বপ্ন পুরীর ভিতরে আরও অন‍্যান‍্য কর্মে জড়িত থাকা মানুষ গুলোও অসহায় হয়ে পড়েছে।
স্বপ্ন পুরী পিকনিক স্পটের অফিস সুত্রে জানা যায় ১৯৮৯ সালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর মৌজায় স্বপ্ন পুরীর কার্যক্রম শুরু হয়। এর ভিতরে দোকান অন‍্যান‍্য কাজে ২হাজার জনের কর্মসংস্থান রয়েছে।পরিছন্ন কর্মী ও মালী রয়েছে ৫শতাধিক।বর্তমান পরিস্থিতিতেও ঐসব কর্মচারীদের বেতনসহ পরিবারের ব‍্যায় ভার বহন করছে স্বপ্ন পুরী কর্তৃপক্ষ।
বর্তমানে প্রতি জন প্রতি মালী ওপরিছন্ন কর্মীদের ৩০০ও৪০০ টাকা দিন হিসেবে মজুরী প্রদান করছে প্রতিষ্ঠান টি।
সুবিশাল স্বপ্ন পুরীর রাস্তা গুলোতে নেই ঘোড়ার গাড়ী নেই লোক সমাগম রাস্তার পাশের ফুলগাছ গুলোতে ফুল ফুটেছে পুকুরে স্প্রীড বোর্ড গুলো দাড়িয়ে আছে নেই কোন পর্যটক।নেই কোন মানুষের কোলাহল কিছু কিছু দোকান নাম মাত্র খোলা থাকলেও নেই তেমন বেচা কেনা বেশীর ভাগ দোকান বন্ধ রয়েছে।
শান্ত নীরব কোলাহল মুক্ত স্বপ্ন পুরীর পরিবেশ যেন এক শুনশান নিরবতা।
পরিছন্ন কর্মী ছাড়া ভিতরে আর কেউ নেই।
একজনের সাথে কথা বলা জানা যায় বন্ধ থাকার পরেও প্রতিষ্ঠান কোন কর্মকর্তা কর্মচারীর বেতন বন্ধ করেন নী।কোন কর্মীকেও ছাটাই করেন নী।আয় বন্ধ হওয়ার পড়েও আমাদের পরিবারগুলোর নিয়মিত খৃবারের বন্দোবস্ত করছেন কর্তৃপক্ষ।
জনপ্রিয় স্বপ্ন পুরীর গেটে আপনাকে স্বাগত জানাতে দাড়িয়ে আছে দুপাশে দুটি কৃত্রিম পরী
ভিতরে সারি সারি গাছ আাঁকা বাঁকা রাস্তা এক রাস্তা আর এক রাস্তার সাথে মিলে গেছে।রাস্তার দুপাশে সারি সারি ফুলের গাছ দেখলে মন প্রাণ জুড়ে যায়।
আর ও রয়েছে বিভিন্ন ফলের গাছ কৃত্রিম হ্রদ পাহাড় লেক উদ‍্যান শিশু পার্ক ছিড়িয়া খানা কৃত্রিম চিড়িয়াখানা যাদুঘর ফুলবাগান ঝরণা রয়েছে বড় বড় পুকুর পুকুরের উপরে রয়েছে কেবল কার।
গত কয়েক মাসে প্রতিষ্ঠান ক্ষতির পরিমাণ প্রায় ৫কোটি টাকা।প্রতিষ্ঠান টির ব‍্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলে জানান প্রতিষ্টানটি দিনাজপুর শহর হতে ৫০কিলোমিটার দুরে পল্লী এলাকায় অবস্থিত। দিনাজপুর জেলাকে পরিচিত করতেই প্রতিষ্ঠান টি তৈরী করা মুল লক্ষ।তিনি বলেন কোভিড১৯ সংক্রমের কারনে বন্ধ থাকার কারনে প্রতিষ্ঠান টির অনেক ক্ষতি হয়েছে।প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠান টিকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিষ্ঠানটি ক্ষতি পুষিয়ে আগের স্বাভাবিক অবস্থায় ফিরেয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
স্বপ্ন পুরী ঘুরে এসে




error: Content is protected !!