অপকর্ম ঢাকতে সাংবাদিকের উপর হামলা ও জামাত-বিএনপি বানানোর ষড়যন্ত্র। সাবেক ছাত্রনেতা সাদ এর অডিও ফাঁস

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ন্যায় কুষ্টিয়াতেও ৩০ লক্ষ টাকা ব্যয়ে তার ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ ।
গত শুক্রবার (৪ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
তারই পরিপ্রেক্ষিতে শনিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন কুষ্টিয়া শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে । বিক্ষোভ কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ এর নেতৃত্বে তান্ডব চলে কুষ্টিয়া শহর জুড়ে । সেই সময়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ এর উপর কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় হামলা করা হয় এবং হামলায় তারা দুইজন গুরুতর আহত হয়। এ ঘটনায় শনিবার ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়ার সাংবাদকর্মীরা কুষ্টিয়া মডেল থানার সামনে অবস্থান ধর্মঘট করে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
এদিকে নিজের অপকর্ম ঢাকতে ও ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতিবাদ করা সংবাদকর্মীদের বিএনপি-জামাত বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্রলীগ নেতা সাদ । সাদ আহমেদ ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে এবং ফোন করে সেই সকল সংবাদকর্মীকে বিএনপি ও জামাতের আশীর্বাদ পৃষ্ঠ সাংবাদিক বলে আখ্যায়িত করতে বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মীকে নির্দেশ দেন । যার অডিও রেকর্ডিং ইতিমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে । এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাদ আহমেদের বিচারের দাবি জানিয়েছেন সাংবাদক ও সধী সমাজের নেতৃবৃন্দরা। এদিকে সাংবাদকর্মীদের উপর হামলার ঘটনা মামলা হলেও তিন দিন পেরিয়ে গেলও গ্রেপ্তার হয়নি কেউই।
নানাভাবে বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা সাদ আহমেদের বিরুদ্ধে রয়েছে শতকোটি টাকার জমি দখলের সাথে সম্পৃক্ততাসহ অসংখ্য অভিযোগ।




error: Content is protected !!