আকবর হোসেন ফাউন্ডেশন কর্তৃক গণসংবর্ধনায় নবনির্বাচিত এমপি এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল l

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

গত শনিবার ২৪শে ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় আকবর হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার জনগনের উপস্থিতিতে হবিগঞ্জ ২ আসনের নবনির্বচিত সাংসদ এর উপলক্ষে একটি আলোচনা ও জাঁকজমকপূৰ্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় l উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আজমিরীগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ ২ আসনের নব নির্বাচিত এমপি এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া। উক্ত বিশাল গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন, মানবিক ও ক্রীড়ানুরাগী আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব, আকবর হোসেন। আজমিরীগঞ্জ গরুহাটা মাঠে হাজার হাজার লোকের সমাগম ছিলো অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ l আকবর হোসেন ফাউন্ডেশন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর লোকজন মিছিলে মিছিলে করতালির মাধ্যমে এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে এমপি এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল বলেন,আকবর হোসেন,দেশে বিদেশে ব্যবসা বানিজ্য করে যে অর্থ উপার্জন করেন তা সমাজ উন্নয়ন ও মানুষের উপকারের জন্য ব্যয় করেন।উনাকে দিয়ে সমাজের অনেক কিছু করা সম্ভব। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মিসবাহ উদ্দিন ভূঁইয়া বলেন,আকবর হোসেন আমার আপন ভাগিনা,সে দীর্ঘ দিন আকবর হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবা করে আসছে, আপনারা তার পাশে থাকলে সমাজের অগ্রগতি ও উন্নয়ন সুনিশ্চিত l বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান তালুকদার বলেন, আকবর হোসেন রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য শুধু আজমিরীগঞ্জেই সু পরিচিত নয়,বরং উনার নেটওয়ার্কিং এর জোর বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যা গর্ব করার মতো l জনগন উনার পাশে থাকলে উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং এমপি ময়েজউদ্দিন শরীফ রুয়েল এর সাথে সমন্বয়রেখে দ্রুত গতিতে কাজ করে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। জনাব আকবর হোসেন সমাপনী বক্তব্য বলেন ,মানবতার প্ল্যাটফর্ম আকবর হোসেন ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য – মানব মানবের তরে,সেই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘ ২৫ বছর যাবত মানবিক কর্মকান্ডের উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে যা ২০২৪ সালের শুরুতে বর্তমান আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগে ৪৫ লক্ষ টাকার অনুদানে একটি মসজিদ নির্মানাধীন l স্মার্ট বাংলাদেশ গড়তে হলে চাই স্মার্ট লিডারশীপ। আর আমি বিশ্বাস করি সৃষ্টি কর্তা প্রদত্ত আমাদের সক্ষমতাকে আমলে নিয়ে অত্র অঞ্চলের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কোনায় কোনায় পরিপূর্ণ লোকজনের উপস্থিতি ছিলো যেন এক সংবর্ধনা থেকে জনসমুদ্র l




error: Content is protected !!