আজমিরিগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি :
১৩/০৭/২১খ্রিঃ রোজ মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের অন্যান্য স্থানের ন্যায় আজমিরিগঞ্জেও চলছে কঠোর লকডাউন। জনসাধারণকে এই লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আজমিরিগঞ্জ১৩ তম দিনের মতো বেলা১,৩০ ঘটিকা পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক আজমিরিগঞ্জ ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল চলমান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।
জনসচেতনতার পাশাপাশি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ০৭ জনকে ৬,৪০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক পরিধান করে চলাফেরা, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হবার জন্য আহ্বান জানান।