আজমিরীগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন ও দ্রুত মেরামতের আশ্বাস

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

আজমিরীগঞ্জ প্রতিনিধি- আজমিরীগঞ্জে গতকাল মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শন করেছেন, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির।
পরিদর্শনকালে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির ২ নং বদলপুর ইউনিয়নের কাটাখালি,পাহাড়পুরের নিকলীর ঢালা, ঝিলুয়া সহ উক্ত ইউনিয়নের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শন করেন ৷
চলতি বছরে জুলাই মাসের শুরু থেকে টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি আজমিরীগঞ্জের কুশিয়ারার কালনী, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট সহ নিম্নাঞ্চলের বাড়িঘর ও বসতভিটা বানের পানিতে তলিয়ে যায় ৷ এদিকে
পাহাড়পুরের নিকলীর ঢালা পরিদর্শন কালে নিকলীর ঢালা স্হায়ী মেরামত কিভাবে করলে জনসাধারন যথাযথ সুবিধা পাবে বা উপকৃত হবে, সে বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির উপস্হিত লোকজনের সাথে পরামর্শ মুলক আলোচনা করেন ৷
পরিদর্শনকালে আরো উপস্হিত ছিলোন উপজেলা প্রকৌশলী তানজির উল্যা সিদ্দিকী,উপ-সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
এ সময় ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী বলেন উজান থেকে নেমে আসা পাহাড়িঢল ও একটানা বৃষ্টিপাতের কারনে হঠাৎ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্হিতি সৃষ্টি হয়ে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের রাস্তাঘাট বানের পানিতে তলিয়ে গিয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাহী প্রকৌশলী মহোদয় পরিদর্শনে করে, আশ্বাস দিয়েছেন। পানি নামার পর যত দ্রুত সম্ভব রাস্তাগুলো মেরামত করা হবে।একই সাথে দীঘল বাগের রাস্তা,পীযুষ মাস্টারের বাড়ি সামনের রাস্তা সহ সেচের জন্য আরো কয়েকটি প্রকল্প অচিরেই বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এসময় নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির বলেন –উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বৃষ্টিপাতে হঠাৎ বন্যা পরিস্হিতির কারনে রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখন পানি নেমে যাওয়া আমি বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শন করছি, পানি পুরোপুরি নেমে গেলেই যত দ্রুত সম্ভব আমরা মেরামতের কাজ শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন।




error: Content is protected !!