আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে গাইডওয়াল নির্মাণের এক সপ্তাহের মাথায় ফাটল নিম্নমানের কাজের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ৬০ হাজার টাকা ব্যয়ে গাইডওয়াল নির্মাণের এক সপ্তাহের মাথায় ফাটল দেখা দিয়েছে। এতে করে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউ,পি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহেল মিয়ার বিরুদ্ধে।
সূত্র জানায়,
২০২০-২১ অর্থবছরে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মির্জাপুর গ্রাম সংলগ্ন একটি গাইডওয়াল নির্মাণে টিআর (ট্রেড রিলিফ) প্রকল্প থেকে বরাদ্দ দেয়া হয় ৬০ হাজার টাকা। এরই ধারাবাহিকতায়, ৫ নং ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউ,পি সদস্যের তত্বাবধানে নির্ধারিত স্হানে গাইডওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। গত এক সপ্তাহ পূর্বে গাইডওয়াল নির্মাণের কাজ শেষ করা হয়। গতকাল শনিবার সরজমিনে ঘটনাস্হলে গিয়ে দেখা যায়, অনুমানিক ২০ ফুট দীর্ঘ ও ৩ ফুট উচ্চতার নির্মাণকৃত গাইডওয়ালটিতে নিম্নমানের ইট ও সিমেন্টের ভাগ কম দিয়ে নির্মাণ করা হয়েছে। যার কারণে নির্মাণকৃত গাইডওয়ালের মাঝামাঝি স্হানে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া আশপাশের লোকজন জানায়, সঠিক নিয়ম অনুযায়ী বেইজের কাজ না করায়, গাইডওয়ালটি ফেটে গেছে। দেয়ালে এখনও প্রলেপ দেয়া হয়নি। এ ছাড়া গাইডওয়ালের পিছনের টেসপিলারও কিছু স্হানে ফাটল দেখা দিয়েছে। এতে করে গাইডওয়ালটি যে কোন সময় ধ্বসে যাওয়ার আশংখা করছে এলাকাবাসী।