আজমিরীগঞ্জে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় ৩ টি গুদামকে ভ্রাম্যমাণ আদালতের ৭ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় বাজারের ৩টি গুদামকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় উনি ইলিশের পোনা অর্থাৎ ঝাটকা অসাধু বিক্রেতারা বিক্রি করছে কি-না! তাও সরজমিনে মনিটরিং করেন।
জানা যায়,
আজমিরীগঞ্জ সবজি বাজারে প্রতিকেজি আলু ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে আলুর মূল্য প্রতিকেজি ২৫ টাকা থেকে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণের বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। আজ বৃহস্পতিবার ছিল আজমিরীগঞ্জের হাটবার। আলুর বেশি মূল্যের বিষয়টি মুহুর্তের মাঝে এলাকায় চাওর হয়ে যায়।
এদিকে খবর পেয়ে, সকাল অনুমানিক সাড়ে ১০ টায় আলুর বাজার মূল্য নিয়ন্ত্রণ ও ইলিশ বিক্রি হচ্ছে কি-না! তা-ও সরজমিনে মাছ বাজার পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। এ সময় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন করা হয়। এদিকে আলুর অতিরিক্ত মূল্য রাখায়, বাজারের বিসমিল্লাহ ট্রেডার্স, মেসার্স জয়নাল আবেদিন ও ইনসাফ ট্রেডার্স নামে ৩ টি গুদামকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
ঊল্লেখ্য, কিছু সময় পর আলু শূন্য হয়ে পরে আজমিরীগঞ্জ সবজি বাজার। ভ্রাম্যমাণ আদালতের ভয়ে অনেকেই সরিয়ে ফেলেন আলু।