আজমিরীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৬ প্রার্থী

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আগামী ১১ই নভেম্বর অনুষ্টিত হবে আজমিরীগঞ্জ সদর সহ উপজেলার ৫ ইউনিয়নে ইউ পি নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৬ জন প্রার্থী। গত শনি ও রবিবার প্রতিটি ইউনিয়নে অনুষ্টিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এখান থেকে ৫টি ইউনিয়নে ৫ জনকে দলীয় প্রার্থী হিসেব মনোনীত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ১নং সদর ইউনিয়নের ৪ জন, ২নং বদলপুর ইউনিয়নের ৭ জন, ৩নং জলসুখা ইউনিয়নের ৭ জন, ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৫ জন ও ৫নং শিবপাশা ইউনিয়নের ৪ জন। সদর ইউনিয়নে মনোনয়ন চেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আওয়াল মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম মোবারুল ও আওয়ামী লীগ নেতা স্বাধীন মিয়া। বদলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুষেনজিৎ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হীরা লাল দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা শুথলাল দাস, আওয়ামী লীগ নেতা নীল কমল চৌধুরী, ভাস্কর জ্যোতি দাস ও অসীম চৌধুরী। জলসুখা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের সাবেক নেতা ফয়েজ আহমেদ খেলু,, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোখসানা আক্তার শিখা, জেলা যুবলীগ নেতা শাহরিয়ার চৌধুরী সুমন, জেলা স্বেচ্ছাচ্ছাসেবক লীগ নেতা গাজিউর রহমান গাজি, যুবলীগ নেতা শিবলু মিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাহার উদ্দিন খান রাহুল, আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া। কাকাইলছেও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ সদস্য ও হবিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট মুসা মিয়া, এনামুল হক ও লাল মিয়া।
শিবপাশা ইউনিয়নে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান তকছির মিয়া ও আওয়ামী লীগ নেতা খালেদ চৌধুরী। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গত দুইদিনের বর্ধিত সভায় পাঁচটি ইউনিয়নে প্রার্থিতা ঘোষণাকারীদের নাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট পাঠানো হলে পরবর্তী প্রক্রিয়া শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যেক প্রার্থীর নামগুলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রাজধানী ঢাকায় পাঠিয়ে দেবেন, এখন সকল প্রার্থীরা মনোনয়ন লাভের আশায় কেন্দ্রে লবিং করছেন বলে জানা গেছে।




error: Content is protected !!