আজমিরীগঞ্জে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করলেন – মজিদ খাঁন – এম,পি,

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ৪, ২০২১

নিজস্ব প্রতিনিধি -কোভিড-১৯ সংক্রামিত হয়ে হাসপাতালে দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্হায় থাকার পর গত ২ মে সুস্হ হয়ে হবিগঞ্জে ফিরেছেন হবিগঞ্জ -২, ও বানিয়াচং -আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। আজ মঙ্গলবার দুপুর ২ টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্হ্যবিধি মেনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন সাংসদ আব্দুল মজিদ খাঁন।
মতবিনিময় সভায় তিনি দলীয় নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়ে বলেন, বানিয়াচং -আজমিরীগঞ্জ তথা হবিগঞ্জের সর্বস্হরের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবারের সকল সদস্য কোভিড -১৯ করোনা ভাইরাস থেকে বেঁচে ফিরেছি। মহান রাব্বুল আলামিনের পর আমি হবিগঞ্জের সকলের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি দলীয় নেতা কর্মী সহ সর্বস্হরের জনগণকে অনুরোধ করছি করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সরকারের দেয়া সকল নীতিমালা আমরা যেনো মেনে চলি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে করোনার প্রাদুর্ভাবে মানুষ দিশেহারা। আমরা ভারতের অবস্হা থেকে একটু শিক্ষা নেই। আল্লাহ তায়ালা যেনো আমাদের দেশকে সুরক্ষিত রাখেন সেই লক্ষে আমরা সকল স্বাস্হ্যবিধি ও সরকারি দিক নির্দেশনা মেনে চলি।
এ সময় সাংসদ আব্দুল মজিদ খাঁন কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার এবারও কৃষকের কাছ থেকে ধান কিনছে যার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। সরকার কৃষি যন্ত্রপাতিতে ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। ভবিষ্যতে আমাদের দেশ কৃষিতে আরো উন্নতি লাভ করবে।
এ সময অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, উপজেলা আ,লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া, ভারপ্রাপ্ত সা, সম্পাদক মনোয়ার আলী,জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, বদলপুর ইউপি চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী,কাকাইলছেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া সহ এলাকার দলীয় নেতৃবৃন্দ।




error: Content is protected !!