নিজস্ব প্রতিনিধি –
আজমিরীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় জবেদা খাতুন ওরফে পুতুল বিবি (৫৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় স্হনীয়রা পিকআাপ ভ্যানটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। নিহত জবেদা খাতুন উপজেলার সদর ইউনিয়নের শুক্রীবাড়ি জাল হাটি গ্রামের মফিজ উল্ল্যার স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জবেদা খাতুন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর সামন থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেয়। এক পর্যায়ে, দ্রুত গতিতে আসা ঢাকা মেট্রো ন ২১-০৯৮৮ নাম্বারের পিকআপ ভ্যানটি জবেদা খাতুন ওরফে পুতুলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিঁটকে পড়েন যান। এ সময় জবেদা খাতুন মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর হন। স্হানীয়রা তাৎক্ষণিক জবেদা খাতুনকে আশংখাজনক অবস্হায় উদ্ধার করে
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্হার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক জবেদা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। হবিগঞ্জ হাসপাতালে পৌঁছার পর জবেদা খাতুনের অবস্হা আরও অবনতির হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৪টায় সিলেট হাসপাতালে পৌঁছলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জবেদা খাতুন ওরফে পুতুলকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবরটি জবেদা খাতুন পুতুলের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি(তদন্ত) আবু হানিফ ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।