আজমিরীগঞ্জে বাল্যবিবাহ পন্ড, বিয়ের আয়োজক বরের পিতাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গ্রামে একটি বাল্যবিবাহ পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্টানের আয়েজক বরের পিতাকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা মোঃ রহিম মিয়ার ২০ বছরের মেয়ের সহিত পার্শ্ববর্তী বানিয়াংয়ের আমীরখানি মহল্লার বাসিন্দা মোঃ লেচু মিয়ার ১৭ বছরের ছেলের সহিত বিয়ের আয়োজন করে। বরযাত্রীরা খাবার শেষে বিয়ের আনুষ্টানিকতা শুরুর পূর্বে গোপনসূত্রে খবর পেয়ে আজ শুক্রবার দুপুর অনুমানিক ৩ টায় অভিযান পরিচালনা করেন, আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন। অপ্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খানের এর পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙ্গে দেয়া হয়। সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায় বরের পিতা মোঃ লেচু মিয়া (৪৫), পিতা মৃত তাজ উদ্দিন, আমিরখানি, বানিয়াচং, হবিগঞ্জ কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোট ৫,০০০/= (পাচ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
ভবিষ্যতে তারা বাল্যবিবাহ সংঘটনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানে এস আই কামরুল এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!