আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের শিবপাশায় অবৈধ এক্সেভেটরের মাধ্যমে মাটি কাটার দায়ে আজ শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন সর্দার (২৫) নামে এক ব্যাক্তিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর ভ্রাম্যমাণ আদালত।
জানাযায়,
বিগত কয়েক সপ্তাহ ধরে একশ্রেণীর অসাধুচক্র মাটি ও বালু ব্যবসায়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে এক্সভেটরের মাধ্যমে ভুমির শ্রেণী পরিবর্তন করে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ শুক্রবার সকাল অনুমানিক ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী উপজেলার শিবপাশা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। একই সময় অবৈধভাবে ভুমির শ্রেণী পরিবর্তন করে যান্ত্রিক উপায়ে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব্বির হোসেন সর্দার (২৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ ছাড়া ভবিষ্যতে এহেন কর্মকান্ডে লিপ্ত হবে না বলে অঙ্গীকার করেন।
অভিযান পরিচালনাকালে থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগীতা প্রদান করেন।




error: Content is protected !!