আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধঃ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

নিজস্ব প্রতিনিধি
আজমিরীগঞ্জ পৌরসভার লঞ্চ ঘাট এলাকার জয়নগর গ্রামে ২৭ /০৫/ ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় কনের মায়ের দেওয়া সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময়ে অপ্রাপ্ত বয়স্ক (১৩)বছরের মেয়েকে বিয়ে দেয়ার প্রচেষ্টার অপরাধে মেয়ের বাবা ও বর বশির মিয়াকে (৩৪) বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৯ এর ৮ ধারা মোতাবেক ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এই মর্মে অবিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানে এস আই জয়ন্ত তালুকদার এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক ভাবে সহযোগিতা করে। বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!