নিজস্ব প্রতিনিধি-আজমিরীগঞ্জ
আজমিরীগঞ্জে থানা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুর অনুমানিক ১২ টায় থানা কমপ্লেক্স প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্তি ডি,আই,জি জয়দেব কুমার ভদ্র( বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ( বিপিএম,পিপিএম)।
সভার প্রথমেই সম্মানিত অতিথিগণকে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং -আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার।
আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, অতিরিক্ত ডি,আই,জি- জয়দেব কুমার ভদ্র বলেন, সমাজে শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুশৃঙ্খল সমাজ ও শান্তিময় বিশ্ব উপহার দিতে সবাইকে নিজেদের অবস্হান থেকে সমাজের জন্য জনহিতকর কাজ করতে হবে। এ ছাড়া সমাজকে সুশৃঙ্খলভাবে সাজাতে শিক্ষার কোন বিকল্প নেই। সমাজে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনের কাতারে নিয়ে আসতে সকলকে তাদের পাশে দাঁড়াতে ও সমাজের বিত্তবানদের এগিয়ে আহবান জানান তিনি।
একই সময় প্রধান অতিথি জয়দেব কুমার ভদ্র উনার নিজ জন্মস্থান খুলনার পাইকগাছায় ১৯৯০ সালে নির্মিত অনির্বাণ লাইব্রেরী নিয়েও বিভিন্ন আলোচনা করেন। অনির্বাণ লাইব্রেরী প্রতিষ্টিত হবার পর থেকেই সমাজের প্রতিটি স্তরে শিক্ষার প্রসার সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। অনির্বাণ লাইব্রেরীর মাধ্যমে খুলনার সাথে সারাদেশের বিশেষ করে সিলেট বিভাগের মানুষের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে সেই বিষয়েও তিনি আলোকপাত করেন।
মতবিনিময় সভায়, আ,লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মনোয়ার আলী, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলা উদ্দিন, সদর ইউ,পি চেয়ারম্যান আব্দল কুদ্দুস সেন, কাকাইলছেও ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভুইয়া, জলসুখা ইউ,পি চেয়ারম্যান ফয়েজ আহাম্মেদ খেলু, শিবপাশা ইউ,পি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি, আ, লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের আহবায়ক,ছাত্রলীগ সভাপতি,শিবপাশা ইউ,পি’র সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক ও স্হানীয় গণমাধ্যম কর্মীগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।