আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

 

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে কৃষি
প্রণোদনা কর্মসূচি 2021-22 এর আওতায় খরিপ মৌসুমে 50 জন ক্ষুদ্র
ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের
বীজ,সার ও অন্যন্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার আত্রাই
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
আয়োজনে একবিঘা জমির জন্য পিঁয়াজ বীজ এক কেজি, 20 কেজি
ডিএপিও ও 20 কেজি এমওপি,দুই শত নব্বই জন ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ 5 কেজি,ডিএপিও 10 কেজি
এমওপি10 কেজি সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।এ
ছাড়াও জমি প্রস্তুত,সেচ, শ্রমিক,বালাই নাশক, পলিথিনসহ অন্যান্য
উপকরণ বাবদ একজন কৃষককে নগদ দুই হাজার আট শত টাকা
প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষকের বিকাশের মাধ্যমে প্রদান করা হবে
বলে জানানো হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের
আমন উপকরণ 290জন ও পিঁয়াজ বীজ 50 জন ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকের মাঝে বিতরণ করা হয়।
এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা
নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক
সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসসারণ
অফিসার মোঃ আব্দুল বারী, উপসহকারী কৃষি অফিসার মোঃ
কেরামত আলী, উপসহকারী কৃষি অফিসার মোঃ আজাদ রহমান ও
স্থানীয় জনপ্রতিনিধিরা।#




error: Content is protected !!