আবু সাঈদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

তাহিরপুর প্রতিনিধিঃ

এফআইভিডিবি-সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনসহ আরও অনেকেই। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি পরিবারের বড় ছেলে। জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি-সূচনা প্রকল্পে নিউট্রেশন অফিসার হিসেবে তিনি কর্মরত আছেন এবং গত সপ্তাহে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত ২৯ নভেম্বরে তার কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয় এবং ৩০ নভেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠালে গত ০২ ডিসেম্বর কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসে। গত ২৭-২৯ নভেম্বরে তিনি জ্বর, গলা ও শরীর ব্যথা অনুভব করেন এবং অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এস, এম, আব্দুল আহাদের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী নমুনা পরীক্ষা ও ওষুধ গ্রহণ করছেন। বর্তমানে তার হালকা সর্দি, গলা ব্যাথা ও শরীর ব্যথা রয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।




error: Content is protected !!