আরব আমিরাতে করোনায় সেনবাগের মোয়াজ্জেমের মৃত্যু

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা আরব আমিরাত প্রবাসী সেনবাগের মোয়াজ্জেম হোসেন (২৮) মারা গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টারদিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মোয়াজ্জেম হোসেনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের দক্ষিণ নলুয়া গ্রামে। তিনি ওই গ্রামে মো. মুসলিম ভূঁইয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী এক কন্যা সন্তান, পিতা-মাতা ও ভাই বো রেখে গেছেন।জানা গেছে, মোয়াজ্জেম হোসেন বিগত ৩বছর আগে পরিবারের সুখ শান্তির জন্য জীবিকার সন্ধানে আরব আমিরাত (দুবাইতে) যান। এক সপ্তাহ আগে সে দুবাইতে জ্বর,সর্দি,কাশি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার করোনা সনাক্ত হয়। গত এক সপ্তাহ সে হাসপাতালে চিকিৎসার্ধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে করোনায় তার মৃত্যু হয়। দুপুরে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম। শুক্রবার বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদন শেষে শনিবার দুপুরে দুবাইতে তার দাফন সম্পন্ন হয়।




error: Content is protected !!